বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা শহরের চকবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা থেকে এবারের আলিম ও ফাজিল অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের মোবারকবাদ জানিয়েছেন মাদরাসার প্রিন্সিপাল বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে এ মোবারকবাদ জানান। এর আগে আলিম ও ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় মাদরাসার গভর্ণিংবডির সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, সহ-সভাপতি কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক ও মাদরাসার প্রিন্সিপাল অভিভাবকসহ উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, এবারে আলিম পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৬১জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, এ গ্রেড ৫২ জন। পাশের হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। অপরদিকে সোমবার প্রকাশিত ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষার ফলাফলে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ হতে ১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১১৪ জন উত্তীর্ণ হয়। ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় ২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়। পাশের হার শতভাগ।
Last Updated on November 28, 2023 4:06 pm by প্রতি সময়