জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিমের অভিযানের মুখে কুমিল্লায় হিমাগারে রাখা ৪১ বস্তা আলু সরকার নির্ধারিত ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ও কংশনগর এলাকার হিমাগারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম ওই অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি আলুর আড়তকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানা গেছে, মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ও কংশনগর এলাকায় বিভিন্ন আলুর হিমাগারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় কংশনগর কোল্ড স্টোরেজে থাকা ২ হাজার ৪৬০ কেজি (৪১ বস্তা) আলু বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দাম ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। একইসঙ্গে ওই কোল্ড স্টোরেজে থাকা আরও ১০ লাখ ৮০ হাজার কেজি আলু সরকার নির্ধারিত দামে বিক্রি করে ভাউচার প্রদর্শনের জন্য কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
Last Updated on September 19, 2023 7:06 pm by প্রতি সময়