রসিকজনের আখড়ায় কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিমের অভিযানে মাদকের বদলে মিলল দশ নারী পুরুষের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার ঘটনা।কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় আপন নামে একটি আবাসিক হোটেলে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে আটক করা হয় পাঁচ খদ্দেরহ পাঁচ যৌনকর্মীকে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে ওই অভিযানে আটক হয় দশ নারী-পুরুষ। তাদেরকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আলেখারচর এলাকায় আপন নামে একটি আবাসিক হোটেলে মাদক সেবন, বেচাবিক্রি হয়ে থাকে।এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে ইন্সপেক্টর মাহবুবুল আলম, ব্রজলাল চাকমা, এসআই রূপন কান্তি পালসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে একটি রেইডিং টিম ওই হোটেলে দুপুর ২টার দিকে অভিযান চালায়। হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে মাদকদ্রব্য না পেলেও আপত্তিকর অবস্থায় মিলে খদ্দেরসহ পাঁচ যৌনকর্মীকে। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই দশ নারী পুরুষকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘মাদকদব্য পাচার সংক্রান্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হোটেলটিতে অভিযান চালানো হয়। যদিও মাদকের কোন আলামত হোটেলে পাওয়া যায়নি, তবে গোপন তথ্যে জানা গেছে হোটেলটিতে মাদক সেবন ও বেচাবিক্রি এমনকি মাদক পাচারের আসর জমে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সহকারি পরিচালক আরও বলেন, ‘করোনা লকডাউনে আবাসিক হোটেল খোলা রেখে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। মাদক উদ্ধার অভিযানে গিয়ে আমরা কয়েকজন খদ্দেরসহ যৌনকর্মীকে আটক করেছি। হোটেলটি সেনানিবাস এলাকায় হওয়াতে সেনাবাহিনীর একজন মেজর মহোদয়ের নেতৃত্বে সেনাবহিনীর সদস্যগনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক সহায়তা করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে পরামর্শ করে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কোতয়ালী থানা পুলিশের নিকট তাদের সোপর্দ করা হয়।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 29, 2021 5:20 am by প্রতি সময়