রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতিস্বরুপ রৌপ্য ইলিশ’ পদক পেলেন রুহুল আমিন দেবিদ্বারের নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মত বিনিময় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান নজরুল মেমোরিয়াল একাডেমীর বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ দেখা হয়েছে

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ইউসুফ হাইস্কুল মাঠ সেজেছে নতুন সাজে। কুমিল্লায় কিন্ডারগার্টেন পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নজরুল মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য জমকালোভাবে সাজানো হয় ইউসুফ হাইস্কুলের গোটা মাঠ। শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাতটা থেকেই সাজ সাজ রব। সাড়ে আটটার মধ্যে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারনায় মুখর হয়ে ওঠে স্কুল মাঠ। মহামারি করোনার কারণে গেলো দুই বছর এরকম জাঁকজমকপূর্ণ আয়োজন করতে পারেনি নজরুল মেমোরিয়াল একাডেমী কর্তৃপক্ষ।

 


ইউসুফ হাইস্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠান বর্ণিল হয়ে উঠেছিল শিশু শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দেশের গানের ডিসপ্লেতে। এছাড়াও ১৫টির বেশি ইভেন্টে শিশুদের বিভিন্ন খেলা, হাতে হাতে রঙ-বেরঙের বেলুন ও যেমন খুশি তেমন সাজ গোটা আয়োজনকে বর্ণিল করে তুলেছিল। কেবল তাই নয়, অতিথি বরণ থেকে শুরু করে সামগ্রিক অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য।

সকাল সাড়ে ৯টায় শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রিফাত বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তারে একটি আধুনিক, আদর্শ ও আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় স্থান করে নিয়েছে নজরুল মেমোরিয়াল একাডেমী।প্রায় ৩২ বছরের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে মানসম্মত জায়গায় টিকে থাকা অতোটা সহজ নয়। অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিকের পক্ষেই এটা সম্ভব।কারণ তিনি একজন খাঁটি শিক্ষক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও অবকাঠামো সত্যিই প্রশংসনীয়। কিন্ডারগার্টেন ভিত্তিক বৃত্তি, প্রাথমিক বৃত্তি, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করে থাকে নজরুল মেমোরিয়াল একাডেমী। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দায়িত্বশীল। নজরুল মেমোরিয়াল একাডেমির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ছে। কেননা এ প্রতিষ্ঠান থেকে প্রাইমারির গন্ডি পেরুনো অনেক শিক্ষার্থী আজকে দেশে বিদেশে ভালো অবস্থানে রয়েছে।এ প্রতিষ্ঠানের ক্রীড়া, সাংস্কৃতিকসহ সকল কর্মকান্ডে কুমিল্লা সিটি করপোরেশন পাশে থাকবে।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট নারীনেত্রী জাতীয় মহিলা সংস্থার সভাপতি পাপড়ী বসু বলেন, আজকের এই শিশুদের স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে হবে। এ শিশুরা ফুলের মতো সুন্দর, কাদা মাটির মতো নরম। ওদেরকে এখন থেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শুনাবেন জানাবেন। ওদের সামনে এক অপার সম্ভাবনার উন্নত বাংলাদেশ অপেক্ষা করছে। এরাই আগামীর ভবিষ্যত, এরাই হবে দেশ গড়ার কারিগর।

 

 

স্বাগত বক্তব্যে নজরুল মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক বলেন,পড়ালেখার পাশিপাশি শিশুদের মনোবিকাশ ঘটানোর জন্য বিনোদনমূলক খেলাধূলার আয়োজন প্রতিযোগিতা অত্যন্ত জরুরী। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা যেমন আনন্দ পাবে তেমনি মেধায় আসবে সমৃদ্ধি ও দৃঢ়তা।

অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক আরও বলেন, প্রতিযোগিতায় কেউ জিতবে কেউ হারবে। সেখানে অভিভাবকদের হতাশ হওয়ার কারণ নেই। কারণ আপনার শিশু প্রতিযোগিতায় অংশ নিয়েছে এটাকেই অনেক বড় করে দেখবেন। এভাবে একের পর এক সবধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণের সাহসিকতা একদিন আপনার সন্তানকে জীবনের সঠিক লক্ষ্যে নিয়ে যাবে। এজন্য ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে শিশুদের উৎসাহিত করবেন।

 

নজরুল মেমোরিয়াল একাডেমীর উপাধ্যক্ষ আরিফা হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, প্রতিযোগী সম্পন্ন শিশুরাই জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। মেধা বিকাশের ক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই।

অনুষ্ঠানে ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র বীর ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্যে নজরুল মেমোরিয়াল একাডেমীর বর্ণাঢ্য ক্রীড়ানুষ্ঠানকে একটি ব্যতিক্রমী ও মনে রাখার মতো অনুষ্ঠান বলে মন্তব্য করেন।

আলোচনা শেষে ১৫টি ইভেন্টে নার্সারী থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত দুই শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন খেলায় অংশগ্রহন করে। এরআগে শুক্রবার একই ভেন্যুতে কয়েকটি খেলার চূড়ান্ত পর্বও অনুষ্ঠিত হয়। আর এসব খেলার বিজয়ীদের শনিবার পুরস্কার দেওয়া হয়।

 

প্রতিযোগিতার পরপরই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারিদের হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন।

 

সবশেষে যেমন খুশি তেমন সাজো পর্বে নার্সারী থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের একটি বিশাল বহরের অংশগ্রহন গোটা আয়োজনকে মনোমুগ্ধকর করে তুলে। এ পর্বে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্বাচন করার পরও অসংখ্য সান্তনা পুরস্কার দিতে হয়েছে কর্তৃপক্ষকে। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, একাডেমীর সাবেক শিক্ষক ও নজরুল মেমোরিয়াল একাডেমীর প্রথম শিক্ষার্থী সামিয়া সফি মিষ্টিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

 

এদিকে ক্রীড়ানুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না অভিভাবক ও তাদের সন্তানদের। মাঠের পশ্চিম-উত্তর কোণে স্থাপিত নান্দনিক সেলফি মঞ্চে ছবি তোলার হিড়িক দেখা গেছে। সবমিলে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান নজরুল মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের একটি বর্ণিল অনুষ্ঠান উপভোগ করেছে অতিথি, শিক্ষার্থী, অভিভাবক তথা নগরবাসী।

 

প্রসঙ্গত, কুমিল্লা নগরীর আলোকিত বিদ্যাপীঠ নজরুল মেমোরিয়াল একাডেমি। গৌরবের ৩২ বছর শিক্ষার আলো ছড়িয়ে ক্ষুদে মেধাবী গড়ার এক অসাধারণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নজরুল মেমোরিয়াল একাডেমী।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লা ঘিরে সকল স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। কুমিল্লায় জাতীয় কবির অন্যতম সহচর নজরুল গবেষক সুলতান মাহমুদ মজুমদারের ভাতিজা কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক নগরীর নানুয়ার দীঘির দক্ষিণ পাড়ে ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠা করেন। প্রতিবছর বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নজরুল মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।

Last Updated on January 28, 2023 11:09 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102