ছবি: আল্লামা শাহ আহমদ শফীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরে কামেল আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী #
বাংলাদেশের অন্যতম ইসলামি শীর্ষ ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফী স্মরণে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, আল্লামা আহমদ শফী ছিলেন মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার এবং ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। তিনি ইসলামি শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শ আলেম সমাজের জন্য আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে। তিনি ওয়াজ নসিহত ও বক্তৃতার মাধ্যমে মানুষকে ইসলামি শিষ্টাচার ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে গেছেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ইমাম পরিষদ, কুমিল্লার উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকাল দশটায় কুমিল্লা নগরীর ঐতিহাসিক শাহসুজা মসজিদে ওই আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুমিল্লার বদরপুর মাদরাসার প্রিন্সিপাল পীরে কামেল আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী। সভাপতিত্ব করেন ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান।
সংগঠনের সাধার সম্পাদক হাফেজ মাওলানা সোলাইমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাওলানা নোমান আলমগীর (ডিসি রোড জামে মসজিদ), হাফেজ মাওলানা আমিনুল্লাহ (কান্দিরপাড় জামে মসজিদ), হাফেজ মাওলানা জামিল আহমেদ আশরাফী, হাফেজ মাওলানা আবুল বাশার (চর্থা কালু মিয়া জামে মসজিদ), মাওলানা হারুনুর রশীদ সরাফত (ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট জামে মসজিদ), মাওলানা মারুফ বিল্লাহ (ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদ), মাওলানা জামাল আবদুল কাদের ও মাওলানা শাহাদাত হোসেন।
বক্তারা আরো বলেন, দেশে ইসলামী শিক্ষার বিস্তারে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর ভূমিকা ছিল অনস্বীকার্য। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর সমমানের মর্যাদা আদায়ে তিনি ছিলেন সামনের কাতারের নেতা। ইসলামের বিরুদ্ধে কটূক্তি আর আলেম-ওলামাদের বিরুদ্ধে যেকোনো বিষোদগারে আল্লামা শফী সবসময় ছিলেন সোচ্চার। শতবর্ষী এই মহান আলেম দীর্ঘ সময় ধরে দ্বীনি শিক্ষার বাতিঘর হয়ে আলো দিয়েছেন আলেম সমাজকে।
আলোচনা শেষে দোয়ার মাহফিলের মুনাজাতে আল্লামা শফীর আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনা করা হয়।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 5, 2020 1:24 pm by প্রতি সময়