হেফজতে ইসলামের মহাসচিব, প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল একজন নিষ্ঠাবান আলেম ছিলেন উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের সহকারি মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, এখলাছ ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।তিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি।ইলমের ময়দানে তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেমেদ্বীন।রাজনীতির ময়দানে তিনি ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব।ইসলাম-মুসলমান, দেশ ও জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সাহসী ভূমিকা পালন করেছেন।
বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর)বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আল্লামা নূর হোসাইন কাসেমীর স্মরণসভা ও দো’আ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন তিনি।নগরীর জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে ওই স্মরণসভা ও দো’আ অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহবায়ক মাওলানা সারোয়ার আলম ভূইয়ার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সেক্রেটারি আলহাজ মাওলানা খলিলুর রহমান, মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জেহাদী, হাফেজ মাওলানা নুরুল হক সিরাজি, মাওলানা আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা ইজহারুল হক সিরাজি, হাফেজ মাওলানা মুহিবুল্লাহ বোরহান, মাওলানা জাহিদ আল হাবিব ও মাওলানা আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন- আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) হাজার হাজার দ্বীন ইসলামের সৈনিক তৈরি করেছেন। অন্যায়-অবিচার, ভ্যাবিচার ও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তিনি রাজপথে মিছিলে-মিটিংয়ে জনতার সঙ্গে ঈমানি কাফেলার সিপাহসালারের দায়িত্ব পালন করেছেন। আল্লামা কাসেমী (রাহ.) আত্মশুদ্ধির ময়দানেও ছিলেন একজন হক্কানী পীর।
আলোচনা শেষে আলেমে দ্বীন আল্লামা আহমদ শফী ,আল্লামা নূর হোসাইন কাসেমীসহ সাম্প্রতিক সময়ে দুনিয়া থেকে চির বিদায় নেয়া ইলমে দ্বীনের খাদেমদের আত্মার মাগফিরাত কামনা করে দো’আ অনুষ্ঠিত হয়।
Last Updated on December 24, 2020 8:45 pm by প্রতি সময়