রাজাপুরা দরবার শরীফের পীর ছাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী বলেছেন, সকল সংকীর্ণতার উর্ধ্বে থেকে নবী মুহাম্মদ সা: এর জীবনাদর্শকে অনুসরণ করে সুন্নিয়াতের আকিদায় জীবন গঠন করে দ্বীনের উন্নতির জন্য হিকমতের সাথে নবী প্রেমীদের এগিয়ে আসতে হবে। মনের ভেতর আল্লাহ ভীতি পয়দা করতে হবে। আর আল্লাহ ও নবী প্রেমই হচ্ছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার পূর্বশর্ত। শুদ্ধভাবে হজ পালনের জন্য সম্মানিত হাজীদের সবধরণের প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় জানা থাকতে হবে। তাই হজে যাওয়ার আগে শরিয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো হজে গমনোচ্ছুকদের জানা থাকলে কোন সমস্যায় পড়তে হয়না। হজ পালনের আগে বিশেষ করে নতুন হাজীদের জন্য নতুন দেশে নতুন সব পরিস্থিতি সামলিয়ে নেয়ার জন্য প্রশিক্ষণ একটি কার্যকরি দিক। এজন্য হজে যাওয়ার আগে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
সোমবার (৫ জুন) কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে দিনব্যাপী ক্বাদেরীয়া হজ গ্রুপের আয়োজনে হাজীদের জন্য হজ প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাজাপুরা দরবারের পীর ছাহেব এসব কথা বলেন।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, ধামতি কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী,রাজাপুরা আল-আমিন ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আল্লামা ছায়েদুল ইসলাম মোনাজেরী, মুফতি আল্লামা আলাউদ্দিন জেহাদী ও ক্বাদেরীয়া হজ গ্রুপের পরিচালক অষ্ট্রেলিয়া প্রবাসী হেলালুর রশিদ।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ক্বাদেরীয়া হজ গ্রুপের পরিচালক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা সায়েদুর রহমান ও ক্বাদেরীয়া হজ গ্রুপের পরিচালক মাওলানা মো. গোলাম কিবরীয়া। কর্মশালায় উপস্থিত ছিলেন ডা. মো. সাজ্জাদ হোসেন, মুফতি মো. শামীম আহমদ চৌধুরী, মো. শোয়াইব রেজা ক্বাদেরী ও মাওলানা মো. আবদুর রহমান প্রমুখ।
কর্মশালা শেষে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহ মোহাম্মদ আনাম বিন রশিদ ক্বাদেরী। প্রতি বছরের ন্যায় এবছরও সুষ্ঠু, সুন্দর ব্যবস্থাপনায় আগামী ৯ এবং ২২ জুন দুই দফায় ক্বাদেরীয়া হজ গ্রুপের অধীনে ১২৭ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।
Last Updated on June 5, 2023 6:18 pm by প্রতি সময়