রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা মুরাদনগরে প্রধান শিক্ষক ময়নাল হোসেনকে আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় শীতার্তদের মাঝে রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের কম্বল বিতরণ নিষিদ্ধ, তবুও তিন চাকার দখলে মহাসড়ক কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক কুবির নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন চান্দিনায় এশিয়া এয়ারকন বাসের ধাক্কায় দরজাখোলা মারুতির এক শিশুর যাত্রী নিহত

আসন্ন নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ : এলজিআরডি মন্ত্রী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ দেখা হয়েছে

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিভিন্ন সাংবাদিক ও পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যে দেশ-বিদেশের মানুষের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ, সরসপুর ইউনিয়নের ভাউপুর, নাথেরপেটুয়া এবং বিপুলাসার ইউনিয়নে নির্বাচনী মতবিনিময়সভা ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, দেশে যখন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক এমন সময়েও বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে রয়েছেন। তবে তাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।এটি বারংবার প্রমাণিত হয়েছে। সারাদেশে ব্যাপক উন্নয়নের পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা সচেতন। তারা উন্নয়নে বিশ্বাসী।

তাই উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে তারা আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি।

বিএনপি সুশাসন কীভাবে দেবে সে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হলো সন্ত্রাস আর মানুষ খুন। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশকে সর্বক্ষেত্রে পিছিয়ে নিয়েছে। বিএনপি সময়ে সংসদে খাদ্য ঘাটতি নিয়ে সমালোচনা হলে তৎকালীন অর্থমন্ত্রী জবাব দিয়েছিলেন,তাতে বৈদেশিক সাহায্য প্রাপ্তি সহজ হয়। আর আমার নেত্রী শেখ হাসিনা তখন প্রতিবাদ করে বলেছিলেন, ভিক্ষুকের জাতি হওয়ার জন্য ৩০ লাখ লোক শহাদাৎ বরণ করে স্বাধীনতা ছিনিয়ে আনেনি।

স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং বাংলাদেশের মাটি উর্বর হওয়া স্বত্বেও পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেন। মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা অর্জন করে যখন তিনি নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিলেন তখনই ঘাতকেরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে। তবে ঘাতকদের ষড়যন্ত্র সফল হয়নি কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে আজ বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এক সময় বাংলাদেশকে ভিক্ষুকের জাতি বলা হতো। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।

মো. তাজুল ইসলাম এ সময় দেশের মানুষকে উৎসাহ উদ্দীপনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করে ভোটার হিসাবে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রে কোনো প্রকার অস্থিতিশীলতা তৈরির অপপ্রয়াস রুখে দিতে সকলকে সতর্ক থাকতে হবে। যেহেতু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাই একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার মো. আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ

Last Updated on December 27, 2023 1:30 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102