গুটি গুটি পায়ে শীত আসছে।আর এই শীতে ত্বকের সুরক্ষায় ৫০জনের বেশি হাফেজ ও এতিম শিক্ষার্থীর মাঝে শীতকালীন প্রসাধনী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ষোলনল।
শনিবার (৭নভেম্বর) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীর মাঝে শীতের প্রসাধনী সামগ্রী বিতরন করা হয়।
এধরণের মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাদাসার প্রতিষ্ঠাতা আনিছ মোর্শেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন মাদরাসার উপদেষ্টা জুনাইদ হাসান। উপস্থিত ছিলেন ওমর ফারুক, আবুল কালাম আজাদ, শিল্পি ফরহাদ সরকারসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা।
ইউনাইটেড ষোলনল সংগঠনের পক্ষে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জাকারিয়া সুমন। ইউনাইটেড ষোলনলের প্রতিষ্ঠাতা নাঈম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইউনাইটেড ষোলনলের একটি প্রোগ্রাম সাদা মনের মানুষের পক্ষ থেকে বিভিন্ন এতিম খানা মসজিদ মাদরাসায় আমরা সংগঠনের পক্ষ থেকে শীতের পোষাক, শীতকালীন প্রসাধনী বিতরণ করছি। সংগঠনের এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 7, 2020 11:40 pm by প্রতি সময়