প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে তিনটি ইউপি’র মধ্যে দুইটিতে স্বতন্ত্র ও একটিতে আ’লীগ জয় পেয়েছে।
সোমবার (২১ জুন) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায় চাঁদুর ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী এবং শম্ভুপুর ও চাঁচড়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করে।
চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একেএম সহিদুল্যা কিরন (অটোরিকশা) ১১ হাজার ৬৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাচা উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৮৮৭ ভোট।
শম্ভুপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল (মোটর সাইকেল) ৬ হাজার ৯৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মুঈনুদ্দিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৬১ ভোট।
চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের (নৌকা) প্রতীকে ৫ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিয়াদ হোসেন হান্নান (আনারস) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৬৫ ভোট।
তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বাকি দুটি সোনাপুর ও মলংচড়া ইউনিয়নে সীমানা বিরোধ মামলার কারণে দীর্ঘ ১৮ বছর নির্বাচন হচ্ছে না।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 22, 2021 4:56 pm by প্রতি সময়