গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন,ইতিহাস না জানলে রাজনীতি করা যায় না। আর করাটা খুব কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ইতিহাস জানা ও জ্ঞানের সাধনার কোন বিকল্প নেই।
বুধবার (৭ অক্টোবর) গাজীপুর মহানগর মেট্রো সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
নারীদের ইজ্জত ও মযার্দা রক্ষার আহবান জানিয়ে তিনি বলেন, এই রক্ষা করার দায়িত্বটা আমাদের পালন করতে হবে। দেশে যেহারে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে তাতে করে মানুষ এখন প্রতিনিয়ত আতংকের মধ্যে রয়েছে। এসব বিভৎস্য ঘটনা আমরা আর দেখতে চাই না। তাই তাদেরকে রক্ষা করতে হবে। তাদেরকে ইজ্জত ও মর্যাদা দিতে হবে।
সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন,আমাদের পথ চলার জন্য যে চেতনা শক্তির দরকার তা থাকতে হবে জাতীয়তাবাদী চেতনার। তাহলে আমাদের সাথে কারো সম্পর্কের অবনতি ঘটার কোন প্রকার সম্ভবনা থাকবে না। আমাদের দলীয় চেতনাবোধ হৃদয়ে গভীরভাবে ধারণ করতে হবে। দলীয় নেতাকর্মীদেরকে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। দল ও দলীয় নেতাদের প্রতি যাদের আনুগত্য থাকে না এবং যারা দলীয় শৃংখলা মেনে চলেন না, দলের আদর্শ অনুসরন করেন না, তাদের রাজনীতিতে কোন কল্যাণ বয়ে আনবে না।
তিনি বলেন, পদের জন্য নিজ নিজ যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতা থাকবে; তবে তা যেন কোন অবস্থাতেই হিংসাত্মাক পন্থায় না হয়। আমাদেরকে মনে রাখতে হবে, জাতীয়তাবাদী চেতনা ধারণ করতে গিয়ে অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেকে জীবন দিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, যারা নতুন নেতৃত্বে আসছেন তাদের দ্বারা আমূল পরিবর্তন চাই। আওয়ামীলীগের কাছ থেকে সুবিধা নিয়ে দলের ক্ষতি করে এবং পুলিশের সোর্স হয়ে দলীয় নেতাদের হয়রানি করে এমন মোনাফেকদের বয়কট করতে হবে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 7, 2020 2:08 pm by প্রতি সময়