# মানববন্ধনে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের বাধার অভিযোগ" /> ইপিজেডের বিষাক্ত বর্জ্যে হাহাকার থামছে না কুমিল্লার ৫৫ গ্রামের কৃষকের  – প্রতিসময়
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজারো শহিদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি : সাবেক এমপি কায়কোবাদ ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তবর্তীকালীন সরকার সরে এসেছে : এলজিআরডি উপদেষ্টা কুমিল্লা নগরীতে যানজট দুর্ভোগ : নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই : তারেক রহমান অন্তর্বর্তী এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয় : ড. খন্দকার মোশাররফ হোসেন বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন

ইপিজেডের বিষাক্ত বর্জ্যে হাহাকার থামছে না কুমিল্লার ৫৫ গ্রামের কৃষকের  # মানববন্ধনে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের বাধার অভিযোগ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ দেখা হয়েছে

ইপিজেডের বিষাক্ত তরল বর্জ্যে কুমিল্লা দক্ষিণাঞ্চলের ৫৫টি গ্রামের ক্ষতিগ্রস্ত হাজারো কৃষকের হাহাকার থামছে না। দীর্ঘ বছর ধরে কুমিল্লা দক্ষিণ জেলার ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ও সাধারণ মানুষ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিকার চেয়েও কোনো সুফল পাননি। বছরের পর বছর ধরে কৃষক পরিবারগুলোর হাহাকার সংশ্লিষ্টরে কানে পৌঁছে না।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের উদ্যোগে ‘বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত গ্রামের জনগণের ক্ষতিপূরণ আদায় ও মহানগরের প্রাকৃতিক খালের সাথে বিষাক্ত তরল বর্জ্যরে সংযোগ বিচ্ছিন্নকরণের দাবিতে’ পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বাধায় পণ্ড হয়ে যায়। পরে প্রতিবাদী জনগণ শ্রীনিবাস এলাকায় ঘুইঙ্গাজুড়ি খালের ব্রিজের ওপর এ কর্মসূচি পালন করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের জন্য সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ী এলাকায় ঘুইঙ্গাজুড়ি খালের পাড়ে তারা একত্রিত হয়েছিলেন। বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছে। কিন্তু বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্তরা সমবেত হতে থাকলে পুলিশ ও স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেয়।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. আক্তার হুসাইন, সমবায়ী নেতা সিরাজুল হক, ইসমাইল মজুমদার, ইউসুফ আলী মীর পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সুমন, ওমর ফারুক চৌধুরী, মাসুদ করিম, হাফেজ বেলাল হোসাইন, মিনহাজ হোসেন শামীম, আবুল কালাম আজাদ খোকা, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল প্রমুখ। এতে ক্ষতিগ্রস্ত এলাকার নানা শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

 

এদিকে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সাবেক সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী পুলিশি বাধার কারণে অংশ নিতে পারেননি।

তিনি সাংবাদিকদের বলেন, কুমিল্লা ইপিজেড এবং এর বাইরের দুইটি শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক (বিষাক্ত) তরল বর্জ্য আশপাশের অর্ধশতাধিক গ্রামের কৃষকদের ফসলের জমি, খাল-বিল, নদী-নালা ও জলাশয়ের পানিতে মিশে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে। এছাড়াও বিষাক্ত বর্জ্যে জলজ উদ্ভিদ-মাছ মরে যাচ্ছে, কালো পানি থেকে উৎকট গন্ধ ছড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে শহরের দক্ষিণের অন্তত ৪০ কিলোমিটার এলাকার বাসিন্দারা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা জীবন বাঁচাতে দীর্ঘ বছর ধরে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসলেও কোনো প্রতিকার পাচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, এটাতো কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা ছিল ৫৫টি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের বেঁচে থাকার প্রশ্নে শান্তিপূর্ণ কর্মসূচি। এতেও বাধার মুখে পড়তে হলো।

 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ জানান, ‘এখানে মানববন্ধন কর্মসূচি পালনের অনুমতি ছিল না। তবে মানববন্ধনের খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে। এতে শান্তিভঙ্গের আশঙ্কায় সেখানে মানববন্ধন করতে দেয়া হয়নি। তাই তারা বিকল্প স্থানে এ কর্মসূচি পালন করেছে।

Last Updated on February 12, 2024 7:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102