মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের আবাসন ব্যবস্থা নিশ্চিত ও পদাধিকারবলে কমিটির সদস্য করার ওপর গুরুত্বারোপ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষ কাজ কর্ম সেরে সন্ধ্যায় হোক, রাতে হোক ঘরে ফিরে স্ত্রী সন্তানকে সময় দেন, রাত্রি যাপন করেন। কিন্তু আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের জীবনের বেশিরভাগ সময় যেনো মসজিদে কাটাতে হয়।ইমাম মুয়াজ্জিন সাহেবরা যাতে মসজিদে দায়িত্ব পালন শেষে তাদের স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারকে সুন্দর সময় দিতে পারেন এজন্য আমি মসজিদের আশপাশে তাদের জন্য আবাসন ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক মসজিদে ইমামের বাসস্থান বানাতে আমি ৩ লাখ টাকা করে অনুদান দিয়েছি আর স্থানীয়ভাবে ২ লাখ টাকা ব্যবস্থা করে ৫ লাখ টাকার বাড়ি বানানো হচ্ছে। এ পর্যন্ত ৪০টি মসজিদের ইমাম সাহেবের বাসস্থান নির্মাণ করে দিয়েছি। ইমাম সাহেবদের পদাধিকার বলে মসজিদ কমিটির সদস্য করতে নির্দেশ দিয়েছি। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সর্বোচ্চ সম্মান দেওয়ার জায়গাটি আমাদেরকেই নিশ্চিত করতে হবে। ওনারা যাতে কখনো অসম্মান না হোন সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
শনিবার (১১ নভেম্বর) কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রায় ৯শ’ মসজিদের ইমাম, কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় এমপি বাহার আরো বলেন, এক সময় মক্তবে ইসলামী শিক্ষার প্রাথমিক ছবক দেওয়া হতো। মাঝপথে তা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মক্তবভিত্তিক শিক্ষা চালু করেছেন। তিনি ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। শেখ হাসিনার সরকারই কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। করোনাকালে ইমামদের তিনি প্রণোদনা দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। কাকরাইল মসজিদ ও টঙ্গিতে বিশ্ব ইশতেমার জন্য জায়গা দিয়েছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে সদ্য স্বাধীন দেশের পোড়া মাটির উপর দাঁড়িয়ে ফিলিস্তিন কে সমর্থন দিয়েছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, বিভিন্ন মসজিদের সভাপতিদের পক্ষে ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, ইমামদের পক্ষে মাওলানা কাজী মো. আবদুর সালেহ, মাওলানা সামাছুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং দোয়া পরিচালনা করেন কাশেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো আমিনুল ইসলাম টুটুল।
Last Updated on November 11, 2023 8:29 pm by প্রতি সময়