শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে চার অপহরণকারি আটক চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় প্রেমঘটিত ঘটনায় গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাস ফেরত যুবকের মৃত্যু চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদারদের মানববন্ধন চান্দিনা পৌর সভার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার  কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান শুরু হবে : ইউএনও  কুমিল্লার মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, জড়িত চারজন গ্রেফতার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : ৬ মাসে ১৩ প্রাণ ঝরেছে কুমিল্লার দাউদকান্দি অংশে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে : ব্রাহ্মণপাড়া ইউএনও চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক কুমিল্লার আলেখারচরে চব্বিশের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ‘মিথ্যার কালো যাদু’ মনির হোসেন জীবনের কবিতা কুমিল্লায় ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে : জেলা প্রশাসক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : মামলার আসামিকে মারধর করে পুলিশে দিল স্থানীয়রা নগরীতে সাহা মেডিকেল হলের কান্ড! ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন

ঈদের কেনাকাটা : কুমিল্লায় দেশিয় ফ্যাশন হাউজের পোশাকের দিকে ঝুঁকছে ক্রেতারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৮৫ দেখা হয়েছে
অঞ্জন’স কুমিল্লা ব্রাঞ্চ। নজরুল এভিনিউ, রানির বাজার রোড

কুমিল্লা নগরীর ফ্যাশন হাউস ও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ঈদের পোশাকের বেচাবিক্রি জমে ওঠেছে।ঈদের আর ২১/২২ দিন বাকি থাকতেই ক্রেতারা ছুটছেন নগরীর বিভিন্ন মার্কেটে দেশিয় ফ্যাশন হাউস ও শপিংমলে।ঈদের বাজারে এবার বৃষ্টির যেমন প্রভাব রয়েছে তেমনি গরমেরও।আর এই দু’য়ের মিশ্রনকে সামনে রেখে বিশেষ করে ফ্যাশন হাউজের পোষাকে আনা হয়েছে বৈচিত্র্য।

শুক্রবার ও শনিবার ছুটিরদিন থাকায় নগরীর ও শপিংমল গুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এসব প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে, বেচাবিক্রি একেবারে মন্দ না।যারা আসছেন তারা পোষাকে খুঁজছেন বৈচিত্র্য। এবারে মেয়েদের থ্রিপিস, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবিতে দেশীয় ফ্যাশনধারার নানা রঙের কাপড়ের মিশ্রণধর্মী পোশাক রয়েছে।আবার ফ্যামেলি প্যাকেজে বাবা-মা-ছেলে-মেয়ের জন্য একই রঙের বিভিন্ন ডিজাইনের থ্রিপিস, পাঞ্জাবি, ফ্রগ রয়েছে।

 

নগরীর রেইসকোর্স এলাকার গৃহিণী সুলতানা আক্তার এসেছিলেন নজরুল এভিনিউ সড়কে আড়ংয়ের শোরুমে।তিনি বলেন, দেশি সালোয়ার-কামিজের একটি আলাদা বৈশিষ্ট্য থাকে। পরতেও বেশ আরামদায়ক।ঈদের কেনাকাটায় তেমন পোশাকই এখানে খুঁজছি। এখানে না মিললে দেশিয় ফ্যাশন হাউসের অন্যটিতে যাবো।

 

রাণীর বাজার এলাকায় অঞ্জন’স এর শোরুমে দেবিদ্বার থেকে পাঞ্জাবি কিনতে আসেন সাংবাদিক ফারুক হোসাইন জনি। নিজের জন্য এবং ছেলে ও ভাতিজার জন্য একই রঙের একই কারুকাজের পাঞ্জাবি কিনেছেন। তিনি বলেন, সূতি কাপড়ের পাঞ্জাবি নিলাম।দাম খুব একটা বেশি না।নগরীতে এসে ভালোই লাগছে কেনাকাটায়।

 

নগরীর শুভপুরের মির্জা পলাশ ছেলেকে নিয়ে এসেছেন অঞ্জন’স এর শোরুমে। ম্যাজেন্টা রঙের পাঞ্জাবি একই ডিজাইনের দুই ছেলের জন্য পাঞ্জাবি কিনেছেন।তিনি বলেন, নিজেরটা পরে কিনবো।সিম্পল কাজের মধ্যে পাজ্ঞাবি নিলাম। এবারে ফ্যাশন হাউসগুলোতে ঈদ কালেকশনের পোশাকে বেশ নান্দনিকতা রয়েছে।

অঞ্জন’স এর কুমিল্লার ব্রাঞ্চ ম্যানেজার মাজীদ বিন নূর বলেন, ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে এবার ঈদের পোশাক আয়োজন সাজানো হয়েছে।অঞ্জন’স বরাবরই ক্রেতাদের আগ্রহকে প্রাধান্য দিয়ে থাকে।আমাদের এখানে দেশীয় বুনন ও নকশাসমৃদ্ধ পোশাকের বিপুল সমাহার রয়েছে।বিশেষ করে অঞ্জন’স এর ফ্যামেলি প্যাকেজে যে বৈচিত্র্যতা আনা হয়েছে তা নি:সন্দেহে এবারের ঈদের পোষাক কেনাকাটায় ভিন্নতা ও আমেজ সৃষ্টি করবে।এছাড়া তারুণ্যের ফ্যাশনের কথা মাথায় রেখেই প্রতিটি পোষাকের ফ্যাশনে নতুনত্ব আনা হয়েছে। এবারে বেচাবিক্রি রোজার প্রথম থেকেই ভালই চলছে।

 

এদিকে নগরীর ফ্যাশন হাউসগুলোতে মেয়েদের পোশাকের ক্ষেত্রে নীল, সবুজ, ম্যাজেন্টা রঙের সঙ্গে লাল, হলুদ, কমলা, মেরুন, গেরুয়া, বাদামি ও সাদার বিভিন্ন শেড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ছেলেদের পাঞ্জাবিতে এমব্রয়ডারি ও কারচুপির কাজের ভিন্ন নকশায় বেশ বৈচিত্র্যতা আনা হয়েছে।

Last Updated on April 1, 2023 4:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!