সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

ঈদের কেনাকাটা : কুমিল্লায় দেশিয় ফ্যাশন হাউজের পোশাকের দিকে ঝুঁকছে ক্রেতারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৬০ দেখা হয়েছে
অঞ্জন’স কুমিল্লা ব্রাঞ্চ। নজরুল এভিনিউ, রানির বাজার রোড

কুমিল্লা নগরীর ফ্যাশন হাউস ও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ঈদের পোশাকের বেচাবিক্রি জমে ওঠেছে।ঈদের আর ২১/২২ দিন বাকি থাকতেই ক্রেতারা ছুটছেন নগরীর বিভিন্ন মার্কেটে দেশিয় ফ্যাশন হাউস ও শপিংমলে।ঈদের বাজারে এবার বৃষ্টির যেমন প্রভাব রয়েছে তেমনি গরমেরও।আর এই দু’য়ের মিশ্রনকে সামনে রেখে বিশেষ করে ফ্যাশন হাউজের পোষাকে আনা হয়েছে বৈচিত্র্য।

শুক্রবার ও শনিবার ছুটিরদিন থাকায় নগরীর ও শপিংমল গুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এসব প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে, বেচাবিক্রি একেবারে মন্দ না।যারা আসছেন তারা পোষাকে খুঁজছেন বৈচিত্র্য। এবারে মেয়েদের থ্রিপিস, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবিতে দেশীয় ফ্যাশনধারার নানা রঙের কাপড়ের মিশ্রণধর্মী পোশাক রয়েছে।আবার ফ্যামেলি প্যাকেজে বাবা-মা-ছেলে-মেয়ের জন্য একই রঙের বিভিন্ন ডিজাইনের থ্রিপিস, পাঞ্জাবি, ফ্রগ রয়েছে।

 

নগরীর রেইসকোর্স এলাকার গৃহিণী সুলতানা আক্তার এসেছিলেন নজরুল এভিনিউ সড়কে আড়ংয়ের শোরুমে।তিনি বলেন, দেশি সালোয়ার-কামিজের একটি আলাদা বৈশিষ্ট্য থাকে। পরতেও বেশ আরামদায়ক।ঈদের কেনাকাটায় তেমন পোশাকই এখানে খুঁজছি। এখানে না মিললে দেশিয় ফ্যাশন হাউসের অন্যটিতে যাবো।

 

রাণীর বাজার এলাকায় অঞ্জন’স এর শোরুমে দেবিদ্বার থেকে পাঞ্জাবি কিনতে আসেন সাংবাদিক ফারুক হোসাইন জনি। নিজের জন্য এবং ছেলে ও ভাতিজার জন্য একই রঙের একই কারুকাজের পাঞ্জাবি কিনেছেন। তিনি বলেন, সূতি কাপড়ের পাঞ্জাবি নিলাম।দাম খুব একটা বেশি না।নগরীতে এসে ভালোই লাগছে কেনাকাটায়।

 

নগরীর শুভপুরের মির্জা পলাশ ছেলেকে নিয়ে এসেছেন অঞ্জন’স এর শোরুমে। ম্যাজেন্টা রঙের পাঞ্জাবি একই ডিজাইনের দুই ছেলের জন্য পাঞ্জাবি কিনেছেন।তিনি বলেন, নিজেরটা পরে কিনবো।সিম্পল কাজের মধ্যে পাজ্ঞাবি নিলাম। এবারে ফ্যাশন হাউসগুলোতে ঈদ কালেকশনের পোশাকে বেশ নান্দনিকতা রয়েছে।

অঞ্জন’স এর কুমিল্লার ব্রাঞ্চ ম্যানেজার মাজীদ বিন নূর বলেন, ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে এবার ঈদের পোশাক আয়োজন সাজানো হয়েছে।অঞ্জন’স বরাবরই ক্রেতাদের আগ্রহকে প্রাধান্য দিয়ে থাকে।আমাদের এখানে দেশীয় বুনন ও নকশাসমৃদ্ধ পোশাকের বিপুল সমাহার রয়েছে।বিশেষ করে অঞ্জন’স এর ফ্যামেলি প্যাকেজে যে বৈচিত্র্যতা আনা হয়েছে তা নি:সন্দেহে এবারের ঈদের পোষাক কেনাকাটায় ভিন্নতা ও আমেজ সৃষ্টি করবে।এছাড়া তারুণ্যের ফ্যাশনের কথা মাথায় রেখেই প্রতিটি পোষাকের ফ্যাশনে নতুনত্ব আনা হয়েছে। এবারে বেচাবিক্রি রোজার প্রথম থেকেই ভালই চলছে।

 

এদিকে নগরীর ফ্যাশন হাউসগুলোতে মেয়েদের পোশাকের ক্ষেত্রে নীল, সবুজ, ম্যাজেন্টা রঙের সঙ্গে লাল, হলুদ, কমলা, মেরুন, গেরুয়া, বাদামি ও সাদার বিভিন্ন শেড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ছেলেদের পাঞ্জাবিতে এমব্রয়ডারি ও কারচুপির কাজের ভিন্ন নকশায় বেশ বৈচিত্র্যতা আনা হয়েছে।

Last Updated on April 1, 2023 4:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102