দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মুরাদনগরে জমে উঠেছে কেনাকাটা। দিন যত গড়াচ্ছে, ঈদ বাজার ততই জমে উঠছে। বিভিন্ন ডিজাইনের পোশাক সহজেই ক্রেতাদের নজর কাড়ছে। তবে ক্রেতারা বলছেন, প্রতিটি পণ্যের দাম অনেকটা চড়া।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গতকাল শুক্রবার ছুটির দিনেও বেশ সরগরম মুরাদনগর সদর ও কোম্পানীগঞ্জের মার্কেটগুলো। রমজানের প্রথম দশ দিন পার হওয়ার পরই ভিড় বাড়তে শুরু করেছে মার্কেট ও দোকানগুলোতে। প্রতি বছরের মতো এবারও ভিন্ন ভিন্ন নামের পোশাক এসেছে বাজারে। মার্কেট ও দোকানগুলোতে পুরুষের চেয়ে নারী ক্রেতা সংখ্যাই বেশি।
সকাল থেকে রাত ১২টা/১টা পর্যন্ত চলছে কেনা-বেচা। ঈদের মার্কেটগুলোতে দখল করে আছে দেশি-বিদেশি বাহারি রঙের পোশাক। সাধ আর সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। ক্রেতাদের এমন ভিড়ে খুশি ব্যবসায়ীরা। তবে অতিরিক্ত দামে ক্ষুব্ধ ক্রেতারা। ঈদের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। পোশাক কেনা শেষে সবাই ছুটে যাচ্ছেন জুতা ও কসমেটিকসের দোকানে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ি ও ক্রেতারা যেন নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমাদের থানা পুলিশ এবং গ্রাম পুলিশ সহ প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এবং মার্কেটের গলিতে নজরদারি রাখছেন।
Last Updated on March 30, 2024 2:12 pm by প্রতি সময়