কুমিল্লার চান্দিনায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনের দুই ঘণ্টা পরই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়।
অথচ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী ওই প্রদর্শনী হওয়ার নির্দেশনা ছিল। কোন প্রকার সমাপনী অনুষ্ঠান, স্টল দাতাদের পুরস্কার এবং সনদপত্র বিতরণ ছাড়াই পর্দা নেমেছে প্রাণিসম্পদ প্রদর্শনীর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।
সরেজমিনে দেখা যায়, সকাল ১১টায় পাইলট স্কুল মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হলেও মাত্র দুই ঘণ্টা পরই প্রদর্শনী সমাপ্ত হয়ে যায়। সমাপনী অনুষ্ঠান ছাড়াই প্রদর্শনীতে আগত স্টল দাতাদের চলে যেতে দেখা যায়। পরে স্টল গুটিয়ে নেয় ডেকোরেটরের শ্রমিকরা।
প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রচারণা কম হওয়ায় খামারিদের উদ্বুব্ধ করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়নি। পাশাপাশি প্রদর্শনীতে বেশকিছু গবাদিপশু আনা হলেও সেগুলোকে খাবার দেয়া হয়নি। প্রাণি মেলার খবর শুনে দুপুর দেড়টায় পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আসেন অনেকেই। কিন্তু প্রদর্শনী স্থলে এসে দেখেন মেলার স্টল খালি। শুধুমাত্র একটি গরু আর দুইটা কুকুর রয়েছে।
চান্দিনা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাণিসম্পদ প্রদর্শনী ১১টায় উদ্বোধন করা হয়েছে। তবে প্রদর্শনী প্রাঙ্গণে স্টলে প্রচন্ড রোদ থাকায় ফার্ম মালিকরা প্রাণী নিয়ে বেশি সময় থাকতে চাননি। তাই অনেকে প্রাণী নিয়ে চলে গেছেন।
চান্দিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার বলেন, দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের কথা থাকলেও প্রধান অতিথি প্রচন্ড রোদের কারণে অল্প সময়ে শেষ করতে বলেছেন। তবে আমরা ৩টা পর্যন্ত মাঠে ছিলাম।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে জানতে পারলাম। তবে উদ্বোধনের দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী প্যান্ডেল খোলে ফেলা কিংবা প্রদর্শনী শেষ করার কোন সুযোগ নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Last Updated on April 18, 2024 9:36 pm by প্রতি সময়