কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত অসুস্থ। রবিবার বিকালে তাঁকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাঁকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁচেছে। গত বুধবার অক্সিজেন সেচ্যুরেশন কমে যাওয়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে ঢাকায় শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার জন্য রবিবার সকালে এয়ার এ্যাম্বুলেন্স আসে। বিকাল ৫টায় তাঁকে নিয়ে এয়ার এ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়ার পরপরই তাঁর চিকিৎসা শুরু হয়। তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
Last Updated on December 11, 2023 6:21 pm by প্রতি সময়