# তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন" />
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, বেকার সমস্যা দূরীকরণ, দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীনদের পুনর্বাসন সহ সর্ব ক্ষেত্রে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
দাউদকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস-চেয়ারম্যান রুজিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম প্রমুখ।
এদিকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপী (১৭-১৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা যেমন ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, নামজারীসহ মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য।
দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ র্যালীতে অংশগ্রহণ করেন।
Last Updated on September 17, 2023 9:27 pm by প্রতি সময়