ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ছিলেন সত্যিকার অর্থে একজন নিবেদিত রাজনীতিবিদ, সমাজসেবক ও পরোকারি মানুষ ছিলেন। নির্লোভ, নিরহংকার ব্যক্তি হিসেবে তিনি উপজেলা পরিষদে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার শূন্যতা পূরণ হবার নয়। তিনি জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে বক্তারা এভাবেই স্মরণ করেন তাদের প্রিয় সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যানকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণপাড় উপজেলার চান্দলা এলাকায় মোসাম্মৎ আলেয়া বেগম আলোর আয়োজনে তার নিজ বাড়িতে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, মল্লিকা গ্রুপের পরিচালক আবু সোয়াইব বাপ্পী, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল কাদের জিলানী, উপজেলা যুবলীগ নেতা নবীর হোসেন, প্রফেসর আবুল কালাম, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, সাইফুল ইসলাম, এমরান হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 22, 2020 2:02 pm by প্রতি সময়