বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন।রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসোসিয়েশন নেতৃবৃন্দ উপজেলা পরিষদকে কার্যকর করতে সরকারের ১২টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগ উপজেলা পরিষদের ম্যানুয়াল-নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদের নিকট হস্তান্তরসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের দাবি উত্থাপন করেন।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুউদ্দিন কালুর সভাপতিত্বে সভায়
উপজেলা পরিষদের কার্যকারিতা ও বর্তমান অবস্থাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.মোঃ আমিনুল ইসলাম টুটুল,সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার। এসময় মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, তিতাসের পারভেজ হোসেন সরকার,চান্দিনার তপন কুমার বাকশী, মনোহরগঞ্জের জাকির হোসেন সহ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানগণ অভিযোগ করে বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগন,যা নিশ্চিত হবে প্রতি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে শাসন ব্যবস্থার মাধ্যেমে কিন্তু কতিপয় কর্মকর্তার নেতিবাচক মনোভাবে তা বিঘ্ন ঘটছে। আইন থাকলেও আইনের বাস্তবায়ন না থাকায় উপজেলা পরিষদের কার্যক্রম আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। আইনের নির্দেশনা ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পুন:পুন: প্রজ্ঞাপনকে প্রায় এক যুগ ধরে কতিপয় কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবের কারণে উপজেলা আইন কার্যকর করা হয় নাই।এতে জনগণ কাঙ্খিত সেবা-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
Last Updated on January 17, 2021 7:07 pm by প্রতি সময়