কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন, ‘চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যে মানুষের সেবায় মাঠে কাজ করতে গিয়ে উপজেলা পরিষদের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আমি নিজেও আক্রান্ত হয়েছি। এরমধ্যে ঘাতক ভাইরাসে উপজেলা পরিষদের দুইজন কর্মকর্তা মারাও গেছেন। এরপরও উপজেলা পরিষদ মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিষদের পরিবার-পরিকল্পনা বিভাগ তাদের কর্মদক্ষতা দিয়ে জেলা, বিভাগ পর্যায় শেষে জাতীয় পর্যায়ে দুইবারের মতো বিবেচিত হয়েছেন। এটা সদর উপজেলা পরিষদের একটি বড় সফলতা। আমার বিশ্বাস, উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগ তাদের কাজের পরিধি আরও বাড়িয়ে পর্যাক্রয়ে আবারও জাতীয় পর্যায়ে বিবেচিত হয়ে হ্যাটট্রিক করবে।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া কুমিল্লা সদর উপজেলার সমবায় অফিসার মুহাম্মদ আজিজুর হক ও একই উপজেলার সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী লায়লা নূর স্মরণে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন চেয়ারম্যান টুটুল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ওই দুই কর্মকর্তার স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারিকুর রহমান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, মহিলা ভাইস চেয়ারম্যান অড. হোসনেআরা বকুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছিমা আক্তার, কুমিল্লা দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক, উত্তর দূর্গাপুরের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ। পরে প্রয়াত দুই কর্মকর্তা ও সারাদেশে করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
এদিকে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আগে কুমিল্লা সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈশ্বিক মহামারী উপেক্ষা করে স্বাস্থ্য, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্যসহ অন্যান্য বিভাগের কর্মতৎপরতা বিষয়ে আলোচনা করা হয়।
#দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 22, 2020 6:27 pm by প্রতি সময়