# কুমেক হাসপাতালের স্ট্রেচারে জহিরুলের লাশের পাশে তার বন্ধু ও স্বজনরা।
বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মোটরসাইকেল সার্ভিসিং করাতে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয়েছেন জহিরুল ইসলাম (২৬) নামে এক যুবক।
কুমিল্লা শহরতলীর আড়াইওড়া এলাকায় সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত জহিরুল সাতরা চম্পকনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।তিনি কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক পুলিশ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান।ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।নিহতের বন্ধু, স্বজনদের সাথে কথা হচ্ছে।তবে এখনও হত্যাকান্ডের কারণ জানা যায়নি।ঘাতকদের গ্রেফতারে পুলিশ ঘটনার পর থেকেই অভিযান শুরু করেছে।
নিহত জহিরুল ইসলামের বন্ধু এরশাদ জানান, ‘সোমবার রাত আনুমানিক ৮টার দিকে আমাকে সঙ্গে নিয়ে জহির মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া এলাকায় যান। সেখানে মোটরসাইকেল রাখার পর স্থানীয় সাইফুদ্দিন ও আজহারুল নামে দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর জহিরের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে আছে।পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে তার।কিছুক্ষণ পর মেডিকেলের সেখানে কর্তব্যরত চিকিৎসক জহির বেঁচে নেই বলে জানান।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম মনসুর জানান, আহত জহিরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে আনার একটু পরই সে মারা যায়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 15, 2020 11:42 am by প্রতি সময়