কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ের বিভিন্ন ইউনির্ভাসিটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন “ইউনির্ভাসিটি স্টুডেন্ট’স এলায়েন্স অফ বক্সগঞ্জ” (উসাব) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ উদ্দীন অন্তরকে সভাপতি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩তম ব্যাচের ফিমস্ বিভাগের শিক্ষার্থী মো: জাবেদ হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়।
সম্প্রতি উসাবের মডারেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাঈন উদ্দিন জুয়েল, ছাত্র উপদেষ্টা এবং সংগঠনের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে সাত সদস্যের এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।স্বাক্ষরিত পত্রে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. ফয়েজ কবির, মজুমদার মোহাম্মাদ হাচান, মাজহারুল ইসলাম রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আল শাহরিয়ার ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক।
আগামী আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করে যাবেন।
Last Updated on September 22, 2023 9:44 pm by প্রতি সময়