উৎসবমুখর পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ক্লাব সদস্যরা তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে দিনটি অতিবাহিত করেন। এ উপলক্ষে শুভেচ্ছাকথন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিন ব্যাপী কুমিল্লা সার্কিট হাউজ সড়কে অবস্থিত প্রেসক্লাব ভবন ও চত্বর জুড়ে মনোমুগ্ধকর আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ভাষাসৈনিক পরিবারের সন্তান প্রফেসর জামাল নাছের, কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জীবনের সঞ্চালনায় শুভেচ্ছাকথন পর্বে আমন্ত্রিত অতিথি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ।
ফ্যামেলি ডে অনুষ্ঠানে সাংবাদিক ও তাদের স্ত্রী-সন্তানদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে এবং র্যাফল ড্র বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ক্লাব সদস্যের প্রত্যেক পরিবারের জন্য একটি করে ননষ্টিক কুক ওয়্যার উপহার দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Last Updated on May 6, 2023 11:40 pm by প্রতি সময়