সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের গৌরবের ৮০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
‘যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ এ শ্লোগান নিয়ে বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানও আজ শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা, স্মৃতিচারনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জমে ওঠে ওই অনুষ্ঠান। এতে দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে পুরানো সেইদিনের কথায় মেতে ওঠেন তারা।
সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
এরপর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মঞ্জুরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা -৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব:) আবু তাহের, কুমিল্লা -৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লার সাবেক পিপি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, ৮০ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী উৎসবের আহবায়ক মঞ্জুরুল হক তুহিন, যুগ্ম আহবায়ক কাজী মিজানুর রহমান, চিকিৎসক মো ইকবাল হোসেন ও রহমতুল্লাহ সোহাগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উপাধ্যক্ষ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খালেদ কামাল চৌধুরী ও মাহিনুর সুলতানা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৯৬৫ ব্যাচের শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল অব: আবু তাহের তাঁদের সময়কার স্কুলজীবনের নানা স্মৃতির ঝাঁপি মেলে ধরেন।
অধ্যাপক নুরুল ইসলাম মিলন বলেন, এই বিদ্যালয় আমাদের তৈরি করেছে।
আবু তাহের বলেন, মিলন ( নুরুল ইসলাম) আমাদের ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। গনিত ও ইংরেজি তে সে ভাল ছিল। আমাদের স্যারেরা ছিলেন পুজনীয়।
৮২ ব্যাচের শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী বলেন, এই বিদ্যালয় এক সময়ে পড়াশোনায় শীর্ষে ছিল। সেই মান পুনরুদ্ধার করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের এক হাজার ২০০ জন শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দারুন উপভোগ্য।
১৯৪৪ সালে নুরুল হক এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
Last Updated on April 12, 2024 8:37 pm by প্রতি সময়