সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত বছর পর আগামী ৩০ জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার পেশাদার সাংবাদিকদের প্রাণের ঘর কুমিল্লা প্রেসক্লাব নির্বাহী পরিষদের নির্বাচন। ২০১৪ সালের অক্টোবর মাসে নির্বাচিত পরিষদের দুই বছর মেয়াদ শেষে প্রায় সাড়ে পাঁচ বছর নানা কারণে অতিবাহিত হয়েছে নির্বাচনের সময়।
অবশেষে ৫৬জন ভোটারের কুমিল্লা প্রেসক্লাব ৩০ জুলাই নির্বাহী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে। ১৭টি পদে একাধিক মনোয়নপত্র জমা পড়লেও রবিবার সন্ধ্যা সাতটার মধ্যে কিছু পদে মনোনয়নপত্র প্রত্যাহার হলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার ঘোষণার পথে রয়েছেন আটজন।
তারা হলেন-অর্থ সম্পাদক পদে তাওহীদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনকে রিপন, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে নেকবর হোসেন এবং নির্বাহী সদস্য পদে পাঁচ জন হলেন- ওমর ফারুকী তাপস, মাহাবুব আলম বাবু, মো. জালাল উদ্দিন, সেলিম রেজা মুন্সি ও মোতাহার হোসেন মাহবুব।
বাকি নয়টি পদে কুমিল্লা প্রেসক্লাব ভবনে ৩০ জুলাই শনিবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সভাপতি পদে নিতীশ সাহা, লুৎফুর রহমান, অসিত অরুণাভ ও কাজী এনামুল হক ফারুক।
সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম, ইয়াসমিন রিমা ও নজরুল ইসলাম দুলাল।
সাধারণ সম্পাদক পদে সাদিক হোসেন মামুন, সাইয়িদ মাহমুদ পারভেজ।
সহ সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির রনি, বাহার রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু, হুমায়ুন কবির জীবন।
দপ্তর সম্পাদক পদে মনির হোসাইন, জাহিদুর রহমান। পাঠাগার সম্পাদক পদে দেলোয়ার হোসেন জাকির, হাবিবুর রহমান ও জসীম উদ্দীন কনক।
সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার, আরিফ সেলিম ওপেল।
নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হাসান ইমাম মজুমদার এবং নির্বাচন কমিশনার আবুল হাসানাত বাবুল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
দীর্ঘদিন পর কুমিল্লা প্রেসক্লাবের এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
Last Updated on July 25, 2022 11:55 pm by প্রতি সময়