করোনা পরিস্থিতির পর পরীক্ষাভীতি এবং অর্থনৈতিক টানাপোড়নসহ নানান কারণে ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করার পরও এবারের এইচএসসি পরীক্ষা থেকে ঝরে পড়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান। তিনি জানান, এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৬১ হাজারেরও বেশি। পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১১ হাজার ৩৭২ জন। এরমধ্যে ঝরে পড়েছে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি শুরু হয়েছে।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ৪৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।ওই ছয় জেলায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ৬টি ভিজিলেন্স টিম দায়িত্বে পালন করছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। নকল রোধে গত এসএসসি পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলা ও দাউদকান্দি উপজেলার ঘটনার অভিজ্ঞতা মাথায় রেখে এইচএসসির কেন্দ্রগুলোতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সর্তকতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, কোথাও কোন বিশৃংখলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে না।নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কুমিল্লা জেলা প্রশাসনের মধ্যে চমৎকার সমন্বয়ে রয়েছে। আর প্রশ্ন ফাঁস হওয়ার তো কোন প্রশ্নই আসে না। সে ব্যাপারেও সচেষ্ট নজরদারি রয়েছে।
Last Updated on August 17, 2023 4:50 pm by প্রতি সময়