কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাঙালি জাতি একদিন মাথা উচুঁ করে দাঁড়াবে। একটি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ২৩ বছরের রাজনৈতিক জীবনের ১৪ বছর জেলে কাটিয়েছেন। তিনি একদিনে স্বাধীনতা ঘোষনা করেননি। ধীরে ধীরে পরাধীন জাতিকে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছেন। জাতির পিতার মতোই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাও জাতিকে ধাপে ধাপে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, মুক্তিযোদ্ধ সংসদের সাবেক জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল।
বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান সাজু প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন কুমিল্লার টমছমব্রীজ এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিমার্ণ কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
Last Updated on September 13, 2023 7:12 pm by প্রতি সময়