কুমিল্লায় আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় বাড়ির পাশে গভীর ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
ওই দুই শিশু হলো ষাটকলোনি এলাকার রওশন আলীর ছেলে আরাফাত হোসেন (৮) ও মনির হোসেনের ছেলে সায়েম (৭)।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।
স্থানীয় বাসিন্দা নাইমুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা রওশন আলীর সঙ্গে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম।জলাশয়ের এক পাশে রওশন আলী মাছ শিকার করছিলেন। আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ শিকারের চেষ্টা করছিল। ওই সময় অসাবধানতাবশত তারা দুজনে পানিতে ডুবে যায়।
তিনি আরও জানান, অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
একই দিন সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরের উজিরদিঘীতে ডুবে আরাবী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়।
আরাবীর মামা নগরের পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোনের সঙ্গে ভাগ্নি আরাবী সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দীঘির পানিতে ডুবে মৃত্যু হয় তার।
Last Updated on July 6, 2023 4:39 pm by প্রতি সময়