‘দি এসেন্স অব তাসাউফ’ গ্রন্থের জন্য যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরিফের গদ্দিনীশিন আলহাজ্ব শাহসুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় জেলার কেন্দ্রীয় খানকা শরীফে এ সংবর্ধনার আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরাম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারীকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সংবর্ধিত অতিথি শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী বক্তব্যে বলেন, ইসলামের মূল নির্যাস সুফিবাদ মানুষের আত্মোন্নয়নে প্রেম ভালোবাসা ও সহাবস্থানের মাধ্যমে সৃষ্টির কল্যাণ নিশ্চিত করে। আধুনিক সমাজ বিনির্মাণে সুফি তরিকার বিকল্প নেই। একমাত্র সুফিবাদই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারে। আধুনিক সমাজ নির্মাণে সুফি তরিকার প্রভাবকে কাজে লাগাতে হবে এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সুফিদের আত্মনিয়োগ করতে হবে, খানকা থেকে বেরিয়ে আসতে হবে। তবে সুফিবাদ সম্পর্কে মানুষের মাঝে যে নেতিবাচক ধারণা সেটা দূর হয়ে যাবে।
শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরও বলেন, আল্লাহর অলিদের দরবারে মানুষের আগমন দিন দিন বাড়ছে। কেউ চেষ্টা করলেও কমাতে পারবেনা। তিনি বলেন রবের পক্ষ হতে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে অলি-আল্লাহদের দুনিয়াতে পাঠানো হয়েছে।
তিনি বলেন,শান্তি ও নিরাপত্তা স্থাপনে ইসলামের দৃষ্টান্ত অনন্য। এজন্য ইসলামকে বলা হয় শান্তির ধর্ম। সহমর্মিতার ধর্ম। সম্প্রীতির ধর্ম। জঙ্গিবাদ সন্ত্রাস উগ্রবাদিতা ইসলাম সমর্থন করেনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মহাসচিব আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এসেন্স অব তাসাউফ গ্রন্থের জন্য আমাদের প্রাণপ্রিয় শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। একইভাবে এদেশে সুফীবাদের প্রচার প্রসারে এ সম্মান ব্যাপক ভূমিকা রাখবে। তিনি তার গ্রন্থে তাসাউফের ঐশ্বর্য অর্জনের জন্য একজন প্রকৃত সুফি শেইখের সান্নিধ্যে গমনের গুরুত্ব অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন।
খাদেম মোহাম্মদ ফিরোজ ও মানিক মিয়া খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি গাজী এম এ ওয়াহিদ সাবুরী, মাহবুব আলম সেলিম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দরবার শরীফের পীর, ৪০টির বেশি খানকা শরীফের ভক্ত আশেকান ও সুফি তরিকার সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের কল্যাণ সমৃদ্ধি কামনা, সকল অস্থিরতা থেকে দেশকে মুক্ত ও সুফি তরিকতের সকলকে সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান সহ প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে বৃষ্টি বর্ষণের প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, মরক্কোর ঐতিহাসিক শহর গুয়েলমিমে গত ১৭ মে থেকে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক সুফিবাদ সম্মেলনে ওই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।
Last Updated on June 8, 2023 10:37 pm by প্রতি সময়