প্রতিষ্ঠার ১১ বছর অতিক্রম করে একযুগে পদার্পণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটি প্রতিষ্ঠার একযুগে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সংগঠনের সভাপতি রফিক উদ্দিন বলেন, অনুপ্রাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একমাত্র আবৃত্তি সংগঠন। নিরন্তর নিঃশব্দ ক্রন্দনে উর্বর অনুপ্রাস এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে যাচ্ছে অনুপ্রাস। আজ এক যুগে পদার্পণ করেছে সংগঠনটি। এ যাত্রায় যারা সংগঠনের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম ও প্রভাষক অমিত দত্ত।
উল্লেখ্য,অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র ২০১৩ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
Last Updated on February 14, 2024 6:52 pm by প্রতি সময়