বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন বুড়িচং নিমসার বাজারে সিএনজির জিবির টাকা আদায় নিয়ে দুই ভাইয়ের একজনকে পিটিয়ে হত্যা অপরজনকে আহত বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এক বছরের মধ্যে সদর উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স দৃশ্যমান হবে : হাজী বাহার এমপি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১০৫ দেখা হয়েছে

গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখীল এলাকায় মনোরম পরিবেশে ৬ একর ভুমিতে নতুন আঙ্গিকে নির্মিত হবে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স।আর এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।

ভূমি মন্ত্রলালয়ের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসন থেকে গোমতী পাড়ের ছত্রখীল এলাকার ভুমির দলিল উপজেলা প্রশাসনের কাছে প্রদানের তিনদিন পর শনিবার (৬মার্চ) বিকেলে নান্দনিক ডিজাইনের নতুন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হাজী বাহার এমপি।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স দৃশ্যমান হবে, ইনশাল্লাহ।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ভুমির দলিল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলের হাতে তুলে দেন।  এছাড়া একই এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেরও ভিত্তি প্রস্থর স্থাপন করেন হাজী বাহার এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের বর্নাঢ্য আয়োজনে নগরীর বিশিষ্টজন, উপজেলাধীন ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করে। উপস্থিত লোকজন এমপি হাজী বাহারের এ উদ্যোগের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আরও অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, উপজেলা পরিষদ কমপ্লেক্স’র পিডি জিপি চৌধুরী, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী খন্দকার আছাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল।

জানা যায়, ২০১৭ সালের জুলাই মাসে কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ভৌগলিক অবস্থানগত দিক থেকে সদর দক্ষিন উপজেলায় (কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়) অবস্থিত বর্তমান আদর্শ সদর উপজেলা পরিষদ ভবনকে গোমতী নদীর উত্তরপাড়ে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন।২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে হাজী বাহার এমপি প্রতিকী মূল্যে ভূমি হস্তান্তরের জন্য ভূমি মন্ত্রনালয়ে একটি ডিউ লেটার প্রদান করেন।এরই প্রেক্ষিতে ১ লাখ ১ টাকা মূল্যে বুধবার (৩ মার্চ) ভূমির দলিল উপজেলা প্রশাসনের কাছে প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর।এর মধ্য দিয়ে কুমিল্লার নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির একটি উদ্যোগ আলোর মুখ দেখছে।আর শনিবার (৬ মার্চ) জননেতা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গোমতীর উত্তরপাড়কে ঘিরে কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে আরও একধাপ সমৃদ্ধির পথে এগিয়ে নিলেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 6, 2021 9:31 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102