টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র রোদ ও গরমে রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী ও পথচারীদের ঘাম ঝরছে। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ করেছে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ ভবনের সামনে এক হাজার শ্রমজীবী ও পথচারীর মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ ও এই দাবদাহে করনীয় সম্পর্কে প্রচারণা চালানো হয়।
কুমিল্লা জেলা পরিষদ ও কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু মানবিক এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রাশেদা রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল উদ্দিন আহাম্মদ, সহিদুর রহমান জুয়েল, আজিজুল আলম মজুমদার, জনাব জামিল আহমেদ খন্দকার, মোঃ জসিম উদ্দিন, কাজী ইকরাম হোসেন, আজীবন সদস্য জনাব মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, সেলিনা আক্তার।
আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুল বারী, আরবান প্রকল্প অফিসার আব্দুল মজিদ, অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।
Last Updated on April 30, 2024 9:45 pm by প্রতি সময়