কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের আস্থাভাজন হিসেবে পরিচিত পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল এর আগেও জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এবছর প্রাথমিক শিক্ষায় ব্যাপক অবদান ,নানা উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য, গ্রামীণ রাস্তাঘাট,পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ পরিষদের সব কাজে সৃজনশীলতা, সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে সরকারের বিভিন্ন জরিপে কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল। তিনি দ্বিতীয় মেয়াদে কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
Last Updated on September 27, 2023 10:14 pm by প্রতি সময়