
শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরাচার রাষ্ট্র ব্যবস্থা আমাদের নাগরিক অধিকার, বাক স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। জগদ্দল পাথরের মতো এই বাংলার সাধারণ মানুষের ঘাড়ে চেপে বসে শেখ হাসিনা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের মানুষ আর স্বৈরাচার রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না। মাত্র অল্প কটা দিনের ছাত্রদের ইস্পাত কঠিন আন্দোলন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ১৬ বছরের চালিত রাষ্টযন্ত্র থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও তার ষড়যন্ত্র বন্ধ করছে না। আজকে খুনি হাসিনার দলের একেকটা লোকের কী অবস্থা হচ্ছে দেশের মানুষ দেখছে। এই কুমিল্লাতেও অস্ত্র হাতে নিয়ে ১৬ বছরের ক্ষমতার প্রভাব দেখিয়ে কী না করেছে। আজকে দেখেন সব পালিয়েছে, গোটা পরিবার পালিয়েছে। আল্লাহর বিচার বড় কঠিন।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) কুমিল্লা নগরীর পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। শত্রুরা নানাভাবে ওৎ পেতে রয়েছে। সাবধান থাকতে হবে। যাতে ৫ আগষ্ট আমাদের অর্জিত স্বাধীনতা নসাৎ করতে না পারে। এই স্বাধীন রাষ্ট্র ধরে রাখার দায়িত্ব আমাদের।
অবস্থান কর্মসূচিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ নেতৃবৃন্দ।