কুমিল্লা শহরতলীর আলেখাচরে আওয়ামী লীগ নেতা এনামুল হক হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়।
আসামিরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়ার আহমেদ ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাভেল। তারা উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের জামিন শেষে সোমবার জেলা জজ আদালতে পুনরায় জামিনের জন্য আবেদন করলে তা বাতিল করা হয়।
কুমিল্লায় চাঞ্চল্যকর এনামুল হক হত্যা মামলায় এজহার নামীয় দশ আসামীর মধ্যে এ পর্যন্ত পাঁচজন কারাগারে গেলেন। জামিনে রয়েছেন এক আসামী। তবে প্রধান আসামী ও খুনের মুল পরিকল্পনাকারী জামায়াত নেতা কাজী জহিরুল ইসলাম পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক (৩৫) স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে খুন হন। দিনদুপুরে ৫ বছরের শিশু পুত্রের সামনে এনামুলকে প্রকাশ্য কুপিয়ে খুন হওয়ার ঘটনা জেলাজুড়ে চাঞ্চল্যসৃষ্টি হয়।
Last Updated on July 24, 2023 6:34 pm by প্রতি সময়