এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে সংগ্রামী শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এপেক্স বাংলাদেশের জাতীয় অতীত সভাপতি এপে.এডভোকেট সৈয়দ নুরুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি এপে.এনামুল হক মিলন।
ক্লাব সভাপতি এপে. ফরহাদ হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা-৮ সচিব শাহরিয়ার জামান, ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এপে.কামরুজ্জামান চৌধুরী ফারুক, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ক্লাবের সাবেক সভাপতি এপে. মো. মহিউদ্দিন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এপে. গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এপে অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, সাবেক সভাপতি এপে. আবদুস সামাদ, সদ্য অতীত সভাপতি এপে. জাফরুল হাসান, এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এডভোকেট এপে. মাহবুবুল হক, এপেক্স ক্লাব অব কুমিল্লার সিটি আইপিপি এপে. আব্দুল হাই শরীফ, ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ইমতিয়াজ মজুমদার, ক্লাবের জুনিয়র সহসভাপতি এপে.আবু বকর সিদ্দিক, সেক্রেটারি এপে. মো. রুবেল হোসেন ও ক্লাব সেবা পরিচালক প্রভাষক মো.হাসান ভূইয়াসহ অন্যান্য ক্লাবের সদস্যরা।
Last Updated on March 28, 2023 11:53 pm by প্রতি সময়