কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক কৃষক।ঢাকা- চট্রগ্রাম রেল সড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার পাল্টি রাজাপুর এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রেল লাইনের উপর গরু চড়াতে গিয়ে ট্রেনের নিচে পড়ে প্রাণ হারান আবুল হোসেন(৫০) নামের এক কৃষক।তার বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাল্টি রাজাপুর গ্রামে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশের পরিহলপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান বরুড়ার আগানগর গ্রামের কৃষক মহর আলী।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এস আই ইসমাইল হোসেন ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় ঢাকা-চট্রগ্রামে রেল সড়কের রাজাপুর রেল স্টেশনের দক্ষিণপাশে ওই গ্রামের মোঃ আবুল হোসেন নামের ওই কৃষক রেল লাইনের উপর কয়েকটি গরু চড়াচ্ছিল। এ সময় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের সামনে দিয়ে একটি গরু যেতে চাইলে তিনি গরুর গলার রশি টেনে ধরে রাখার চেষ্টা করেন।গরুটি রেল লাইন পার হযে গেলেও কৃষক আবুল হোসেন ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং তার স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেন। এঘটনায় লাকসাম রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 27, 2020 12:30 pm by প্রতি সময়