দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে… কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন এমন বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় শিক্ষাক্রম থেকে সাময়িক বহিষ্কারের পর এবার ইংরেজি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কাজী নজরুল ইসলাম হল প্রশাসন।
গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নির্দেশনাক্রমে আদেশ দেওয়া হয়।
গত ২ আগস্ট ২০২৩ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ সাপেক্ষে পরবর্তী কার্যার্থে কাজী নজরুল ইসলাম হলের হল প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কারাদেশ বলবৎ থাকাকালীন হলে অবস্থান না করতে নির্দেশ প্রদান করা হলো।
এদিকে এর আগে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও এসব শিক্ষার্থীদের পরিক্ষায় অংশগ্রহণসহ হলে অবস্থান করতে কোন বাধা প্রদান করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবিষয়ে জানতে প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিককে কল দেওয়া হলেও রিসিভ করেনি তিনি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ‘নবীন বরন ও বিদায়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন ‘অনেকেই বলেন দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উলটো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারেন। যে ঘুষ খায়, সে পদ্মা পাড়ে যায় ইলিশ খেতে। এতে পদ্মা পাড়ের গরীব মানুষেরা ধনী হচ্ছে। দুর্নীতি এভাবে অর্থনীতিতে অবদান রাখে। তাই অর্থনীতিবিদগণ দুর্নীতি নিয়ে বিরূপ মন্তব্য করে না। তবে যারা পলিটিক্যাল ইকোনমি নিয়ে কাজ করে তারা দুর্নীতি নিয়ে কথা বলে থাকে। নৈতিকতার জায়গায়ও এটা প্রশ্নবিদ্ধ। তবে অর্থনীতির জায়গায় থেকে যদি বল, দুর্নীতি কখনোই উন্নয়নের জন্য বাঁধা নয়।’
Last Updated on August 5, 2023 4:39 pm by প্রতি সময়