কুমিল্লার নবাগত জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে বিশিষ্টজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো। সরকারের সকল পরিকল্পনা ও সেবা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় সদ্য যোগদান করা জেলা প্রশাসককে যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। ৪১ সালের একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তেুলে ধরতে হবে।
নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় কুমিল্লার উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।
বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, মুরাদনগর কওমি উলামা পরিষদের সভাপতি দ্বীন মোহাম্মদ আশরাফ, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মুরাদনগর প্রেসক্লাবের কমিটির সাংবাদিকবৃন্দ, উপজেলা বিজ্ঞান ফোরামের সভাপতি আব্দুর রউফ জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
এ সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার সহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।
Last Updated on August 3, 2023 10:51 pm by প্রতি সময়