কুমিল্লা-৬ আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি কার্যালয়ে এমপি বাহারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে ও আরো ভালো পাশের হার অর্জনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, সহকারী কলেজ পরিদর্শক ও কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল খালেকসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Last Updated on October 4, 2022 11:46 pm by প্রতি সময়