কুমিল্লায় গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর-৪র্থ পর্যায়) কর্মসূচির আওয়াতায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির ঐচ্ছিক খাত থেকে আদর্শ সদর উপজেলার ৪৫ প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুন) বিকালে আদর্শ সদর উপজেলা সম্মেলন কক্ষে এমপি বাহারের পক্ষে চেক প্রদান করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
এসময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বকুল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক,কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো, আমিনুল হক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, পিআইও অফিসের কর্মকর্তা আবু মুছা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 28, 2021 8:39 pm by প্রতি সময়