কুমিল্লায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক, র্যাবের উপ-পরিচালক, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কুমিল্লা-৬ আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউজে এমপি বাহারের সঙ্গে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, ব ১১, সিপিসি-২ এর নবাগত উপ-পরিচালক এ কে এম মনিরুল আমিন ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শামছুল আলম সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা কুমিল্লার উন্নয়নের ধারা এগিয়ে নিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
এমপি বাহার সদ্য যোগদান করা কর্মকর্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, বিজিবি ১০ এর লেঃ কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন প্রমুখ।
Last Updated on August 3, 2023 11:59 pm by প্রতি সময়