বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসী দল উল্লেখ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা -৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লায় একজন অগ্নি সন্ত্রাসীকেও ছাড় দেওয়া হবে না। দশ বছর আগে হরতাল অবরোধের নামে বিএনপির জামায়াত সড়ক মহাসড়কে গাড়িতে অগ্নি সংযোগ করে মানুষ মেরেছিল। সেই সময় কুমিল্লার মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হয়েছিল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা আবারও নতুন করে সেই খেলায় মেতে উঠেছে। এবারও তাদের ছাড় নেই। আমার নির্বাচনী এলাকা ছাড়াও কুমিল্লার কোথাও জনগণের কোন গাড়িতে আগুন দিলে বিএনপি জামায়াত নেতাদের গ্যারেজে আগুন দেওয়া হবে।
রোববার (৫ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর নন্দনপুর কোটবাড়ি মহাসড়ক এলাকায় শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
এদিন সকাল থেকে অবরোধের প্রতিবাদে মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শান্তি মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে এমপি বাহার আরও বলেন, কুমিল্লার ২৫ টি স্পষ্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগনের জানমালের নিরাপত্তার মাঠে রয়েছে। আমাদের প্রিয় নেত্রী ঘোষণা দিয়েছেন জনগণের নিরাপত্তার রাস্তায় থাকতে। নেত্রীর নির্দেশ কুমিল্লায় অক্ষরে অক্ষরে পালন করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল প্রমুখ নেতৃবৃন্দ।
Last Updated on November 5, 2023 8:16 pm by প্রতি সময়