নির্বাচনি আচরণ বিধি লংঘন করায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নির্বাচনি অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান স্বাক্ষরিত শুক্রবার (১ডিসেম্বর) পাঠানো নোটিশে জানানো হয়, গত বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌরসদরে শোডাউন করেন। এ সময় তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায় এবং তিনি নিজের গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা জানান। শোডাউনটিতে শতাধিক মোটরসাইকেলের বহর ছিল। এতে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। বিষয়টি একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ৮(ক) বিধির লঙ্ঘন।
কারণ দর্শানোর নোটিশে আরও জানানো হয়, উপরোক্ত ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা এমর্মে আগামী রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ এর অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, কুমিল্লাতে রাজী মোহাম্মদ ফখরুলকে সশরীরে বা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
Last Updated on December 2, 2023 8:29 pm by প্রতি সময়