এম এ জাহের ফাউন্ডেশনের সহযোগিতায় শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন এম এ জাহের ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহবায়ক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। এমএ জাহের ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক গঠনে শিক্ষিত সমাজের ভূমিকা অনেক । শিক্ষার্থীরা যেন ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে পারে সেভাবে পাঠদানে মনোনিবেশ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের পৌরনীতি সুশাসন সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফ খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খলিলুর রহমানসহ কলেজের প্রভাষক ও শিক্ষার্থীরা।
Last Updated on February 20, 2024 11:12 pm by প্রতি সময়