রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

এম রহমান এন্ড এসোসিয়েটস’র ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী বিচারক মোহাম্মদ রোকন কবির

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩২৫ দেখা হয়েছে

সব বিদায় বিষাদের নয়, আনন্দেরও হয়- কুমিল্লার আদালত ভবনে এমনটিই ফুটে উঠেছিল এম রহমান এন্ড এসোসিয়েট’স আয়োজিত কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ রোকন কবিরের বিদায় সংবর্ধনার সামগ্রিক আয়োজনে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় কুমিল্লার আদালত ভবনে বিদায় অনুষ্ঠান ঘিরে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ রোকন কবির। এম রহমান এন্ড এসোসিয়েটস’র প্রতিষ্ঠাতা ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান লিটনের উদ্যোগে এ আয়োজনে সামিল হয় এম রহমান এন্ড এসোসিয়েটস’র সদস্যরা।বিদায়ী বিচারক মোহাম্মদ রোকন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান মো. মোস্তাফিজুর রহমান লিটন, এসোসিয়েট’স সদস্য মো. শওকত আলী খান, মোশারফ হোসেন টিটু, তাপস চন্দ্র সরকার, আশফাক উদ্দিন ঝোটন ও মো. সালেহ্ উদ্দিন মোমেন প্রমুখ।

আইনজীবীদের ফুলেল ভালোবাসার জবাবে বিদায়ী বিচারক মোহাম্মদ রোকন কবির বলেন, বিদায় বেলায় আইনজীবী ও আদালতের সাথে সংশ্লিষ্ট সকলের অফুরন্ত ভালোবাসায় আমি অনেক তৃপ্ত। কুমিল্লায় তিন বছরের বেশি সময়ের কর্মজীবনে আমি আমার সবটুকু সততা দিয়ে বিচার কাজ করেছি। আদালতের বিচার কাজ একটি চলমান প্রক্রিয়া। এ কর্মযজ্ঞ একেবারে শেষ হয়না। আমি চলে যাচ্ছি, আমার স্থলে যিনি আসছেন তিনিও এভাবে কাজ করে যাবেন। কুমিল্লার বিচারাঙ্গনে এক অভাবনীয় আমূল পরিবর্তন হয়েছে এটা সবাইকে দ্বিধাহীন চিত্তে স্বীকার করতে হবে। বিচার কাজে সবচেয়ে বড় সহায়ক হলেন আইনজীবীরা। আমি সকল আইনজীবীর সহযোগিতায় এ আদালতের বিচার কাজ তরান্বিত করতে পেরেছি। কুমিল্লার সকল আইনজীবীদের মধ্যে রয়েছে সু-সম্পর্ক। আদালতকে আপনারা অনেক সহযোগিতা দিয়েছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন।

বিদায়ী বিচারক মোহাম্মদ রোকন কবির বলেন, কুমিল্লার আদালতে বিচার কার্যক্রমে গতিশীলতা আমাকে পুলকিত করেছে। কুমিল্লার বিচারাঙ্গনে নিয়োজিত সকলের ভালোবাসা, সহযোগিতা জীবনের শেষ দিন পর্যন্ত আমার মনে থাকবে। এ ভালোবাসা, সহযোগিতা কখনোই মুছে যাবার নয়। করোনা পরিস্থিতির মধ্যেও এধরণের আয়োজন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বিদায়ী বিচারককে সম্বোধন করে বলেন, আপনি লোভ-লালসার উর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে আপনার আন্তরিকতা ও সততা কুমিল্লার বিচারাঙ্গনে  দৃষ্টান্ত হয়ে থাকবে।। একজন প্রজ্ঞাবান বিচারকের পাশাপাশি আপনি মানবিক মনের একজন মানুষ।আপনার মানবিকতা আমাদেরকে মুগ্ধ করেছে। আপনার বিচারিক জ্ঞান আমাদের জন্য বড় পাথেয় হয়ে থাকবে। আপনার নতুন কর্মস্থল সুখময়, কর্মময় হোক।

এম রহমান এন্ড এসোসিয়েট’স আয়োজিত  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে, রবিবার সকালে কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ রোকন উদ্দিন কবির ফেনীতে বদলী হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানায়- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুল বারী সরদার বারেক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন।  এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন। 

Last Updated on November 15, 2020 10:04 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102