কুমিল্লা আইডিয়াল কলেজ ও বাংলাদেশ শিক্ষাসেবা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তোমরা যারা ভালো ফলাফল করেছ আগামী দিনে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে, শুধুমাত্র জিপিএ-৫ পেলে হবে না, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে, স্বপ্ন দেখতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী। উচ্চমাধ্যমিকের শিক্ষা জীবন খুবই গুরুত্বপূর্ণ, এই স্তরের ফলাফলের উপর নির্ভল করে উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ।
রবিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান ।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক অনন্যা ব্যানার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয় মাকের্টিং বিভাগের শিক্ষার্থী মো. মোকবুল হোসেন, বাংলাদেশ শিক্ষাসেবা ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি আতিকুর রহমান নিলয়, সাধারণ সম্পাদক শাহরিয়ার সুদাদ, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি সভাপতি মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মো. নাজমুল হোসাইন খান, মোহাম্মদ মনির হোসেন, জাবেদ হোসেন, অনন্যা ব্যানার্জি।
Last Updated on August 13, 2023 9:41 pm by প্রতি সময়