কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি’র গণিত পরীক্ষায় নকল ব্যবহার করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
বৃহস্পতিবার নাঙ্গলকোট সদর আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষায় ওই তিন পরীক্ষার্থী নকল ব্যবহার করে।
নকলসহ হাতেনাতে ধরা পড়ার পর নাঙ্গলকোট উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশ্রাফুল হক এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা) ডা. আশরাফুজ্জামানের নির্দেশে এ তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকিবুল ইসলাম,মোজাম্মেল হোসেন সাগর ও মক্রবপুর উচ্চ্চ বিদ্যালয়ের রাকিব, মোঃইকবাল হোসেন।
Last Updated on September 22, 2022 8:27 pm by প্রতি সময়