গরিব দুস্থ হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা কুমিল্লার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রস্তাবনায় সাড়া দিয়ে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন তাদের ওয়েবসাইটে বিশ্ব হার্ট দিবসের লোগো বাংলায় প্রকাশ করেছে।
আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের ওয়েবসাইটে বাংলায় লোগো প্রকাশ হওয়ায় নেটিজন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রশংসায় ভাসছে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা নামের প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজী থেকে ফেলোশিপপ্রাপ্ত চিকিৎসক, লেখক অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে এ প্রতিষ্ঠান ২০ বছর ধরে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছে। এ সময়ের মধ্যে আমরা বৃহত্তর কুমিল্লা অঞ্চলের লক্ষাধিক গরিব দুস্থ হৃদরোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছি।
অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ আরও বলেন, প্রচারণা কার্যক্রম ক্যাটাগরিতে এবছর ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন থেকে ‘মোস্ট ইন্সপায়ারিং ওয়ার্ল্ড হার্ট ডে ক্যাম্পেইন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন আমাদের প্রস্তাবনায় সাড়া দিয়ে তাদের ওয়েবসাইটে বিশ্ব হার্ট দিবসের লোগো বাংলায় প্রকাশ করেছে।এটি বাংলাদেশের জন্য গর্বের বলে মনে করি।
Last Updated on September 26, 2023 7:26 pm by প্রতি সময়